Updating Settings Data in Admin Panel | Laravel Full Blog Project in Bangla

Share this Via

বিস্তারিত বর্ণনা (Bangla):

এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে একটি ফুল ব্লগ প্রজেক্টের অ্যাডমিন প্যানেল থেকে settings ডেটা আপডেট করা যায়। কনফিগারেশন পরিবর্তন করা ও সেভ করার প্রক্রিয়া সম্পূর্ণভাবে তুলে ধরা হয়েছে।

📌 ভিডিওতে কভার করা হয়েছে:

🔹 Settings form তৈরি ও পুরানো ডেটা প্রদর্শন

🔹 ফর্ম থেকে নতুন ডেটা সংগ্রহ ও validation

🔹 Controller method ও ডাটাবেজ আপডেট প্রসেস

🔹 Success message এবং redirect

🔹 Config settings update-এর জন্য Best practices

🎯 যারা Laravel দিয়ে একটি ব্লগ বা ওয়েব অ্যাপ তৈরি করছেন, তাদের জন্য settings management জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ Admin panel থেকে ব্লগ কনফিগারেশন সহজেই পরিবর্তন করতে পারবেন

✅ Real project-এ ব্যবহৃত Laravel update সিস্টেম শিখবেন

✅ Freelancing ও client প্রজেক্টের জন্য দরকারি একটি ফিচার

🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP এবং Freelancing সম্পর্কিত আরও বাস্তবভিত্তিক টিউটোরিয়ালের জন্য।

Professional Blog Website