Route Permission Checking with Middleware | Laravel Blog Website Bangla Course

Share this Via

বিস্তারিত বর্ণনা (Bangla):

এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে Middleware ব্যবহার করে route permission চেক করতে হয়। ভিডিওতে দেখানো হয়েছে কীভাবে ইউজারের রোল ও পারমিশনের উপর ভিত্তি করে অ্যাক্সেস কন্ট্রোল করে আপনার অ্যাপ্লিকেশনকে আরও নিরাপদ করা যায়।

📌 ভিডিওতে যা শিখবেন:

🔹 Middleware তৈরি ও সেটআপ

🔹 রোল ও পারমিশন ভিত্তিক route restriction

🔹 Spatie প্যাকেজের permission middleware ব্যবহার

🔹 Controller ও Route এ middleware প্রয়োগ

🔹 নিরাপদ ও নিয়ন্ত্রিত অ্যাক্সেস কন্ট্রোল নিশ্চিতকরণ

🎯 যারা Laravel দিয়ে নিরাপদ ও প্রোডাকশন লেভেলের অ্যাপ তৈরি করতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল।

✅ Middleware দিয়ে route protection শিখবেন

✅ ইউজার রোল ও পারমিশন ভিত্তিক access কন্ট্রোল ইমপ্লিমেন্ট করবেন

✅ Freelancing ও প্রোডাকশন প্রজেক্টে প্রয়োগযোগ্য দক্ষতা অর্জন করবেন

🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও প্র্যাকটিক্যাল ভিডিওর জন্য।

Professional Blog Website