✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের ল্যান্ডিং পেজে একটি ডায়নামিক ব্লগ স্লাইডার যোগ করা যায়। এতে আপনার হোমপেজের ভিজ্যুয়াল আকর্ষণ বাড়বে এবং ব্যবহারকারীরা পোস্টগুলো সুন্দরভাবে দেখতে পারবে।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 ব্লগ পোস্ট ডেটা ফেচ করে স্লাইডার তৈরি
🔹 Laravel Blade টেমপ্লেটে স্লাইডার ইন্টিগ্রেশন
🔹 JavaScript বা jQuery স্লাইডার প্লাগইন ব্যবহার
🔹 স্লাইডারের ডিজাইন ও কাস্টমাইজেশন
🔹 হোমপেজ ভিজ্যুয়াল ইমপ্রুভমেন্টের কৌশল
🎯 যারা Laravel দিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করছেন এবং হোমপেজ আরও আকর্ষণীয় করতে চান, তাদের জন্য এটি একটি দরকারি টিউটোরিয়াল।
✅ হোমপেজে সুন্দর ও ডায়নামিক স্লাইডার যুক্ত করতে পারবেন
✅ ব্লগ পোস্টগুলো দর্শনীয়ভাবে প্রদর্শন করবেন
✅ Freelancing ও ক্লায়েন্ট প্রজেক্টে প্রফেশনাল লুক দিতে পারবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing সম্পর্কিত আরও উন্নত টিউটোরিয়ালের জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved