✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা শিখবো কীভাবে Spatie প্যাকেজ ব্যবহার করে মডেলে রোল অ্যাসাইন করার উন্নত কৌশল প্রয়োগ করতে হয়। এই ভিডিওটি আপনাকে সাহায্য করবে একটি শক্তিশালী ও রিলায়েবল রোল ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলায়।
📌 এই পর্বে যা শিখবেন:
🔹 রোল অ্যাসাইনমেন্টের উন্নত ও ডাইনামিক পদ্ধতি
🔹 মডেল ও রোলের মধ্যকার সম্পর্ক আরও কার্যকর করা
🔹 কাস্টম মেথড ও Middleware দিয়ে রোল চেক করা
🔹 Controller ও Model এ উন্নত কোডিং টেকনিক
🔹 রোল ভিত্তিক ফিচার ও ইউজার এক্সেস কন্ট্রোল বাড়ানো
🎯 যারা Laravel দিয়ে প্রোডাকশন লেভেলের অ্যাপ্লিকেশন তৈরি করছেন ও রোল ম্যানেজমেন্টে দক্ষ হতে চান, তাদের জন্য এটি একটি অত্যন্ত দরকারি টিউটোরিয়াল।
✅ উন্নত রোল অ্যাসাইনমেন্ট ও ম্যানেজমেন্ট শিখবেন
✅ Spatie প্যাকেজ দিয়ে প্রফেশনাল ইউজার রোল সিস্টেম তৈরি করতে পারবেন
✅ Freelancing ও ক্লায়েন্ট প্রজেক্টে দক্ষতা প্রয়োগের জন্য প্রস্তুত হবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved