Overview of Frontend & Admin Panel Design for Blog Website | Laravel Bangla Tutorial

Share this Via

এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে আমরা একটি ব্লগ ওয়েবসাইটের ফ্রন্টএন্ড এবং অ্যাডমিন প্যানেল ডিজাইনের লেআউট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

আপনারা দেখতে পারবেন কিভাবে একটি ব্লগ ওয়েবসাইটের জন্য প্রয়োজনীয় পেজগুলোর ডিজাইন করা হয়েছে এবং প্রতিটি অংশ (যেমন হোমপেজ, পোস্ট ডিটেইল পেজ, ক্যাটাগরি, ট্যাগ, ইউজার ম্যানেজমেন্ট ইত্যাদি) কীভাবে সাজানো হয়েছে।


ফ্রন্টএন্ডে আমরা দেখবো:

  1. হোমপেজে পোস্ট শো করার স্টাইল
  2. ক্যাটাগরি ও ট্যাগ ভিত্তিক ফিল্টার সিস্টেম
  3. একক পোস্ট ডিটেইল পেজের লেআউট
  4. সার্চ অপশন
  5. ইউজার কমেন্ট সেকশন ইত্যাদি


অ্যাডমিন প্যানেলে আমরা দেখবো:

  1. নতুন পোস্ট তৈরি করা
  2. ক্যাটাগরি ও ট্যাগ ম্যানেজমেন্ট
  3. ইউজার রোল ও পারমিশন ম্যানেজমেন্ট
  4. পোস্ট এডিট ও ডিলিট অপশন
  5. সাইট সেটিংস ইত্যাদি

এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা একটি ক্লিয়ার আইডিয়া পাবেন, পুরো ব্লগ ওয়েবসাইটটি কিভাবে প্ল্যান করা হয়েছে এবং কিভাবে আমরা ধাপে ধাপে ডেভেলপমেন্টে এগিয়ে যাবো।


🌟 এই সিরিজটি কার জন্য?

  1. যারা লারাভেল দিয়ে প্র্যাকটিক্যাল প্রজেক্ট বানাতে চায়
  2. যারা ব্লগ সাইট বানিয়ে নিজেদের প্রোফাইল বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে যুক্ত করতে চায়
  3. যারা রিয়েল লাইফ প্রজেক্টের মাধ্যমে Laravel শিখতে চায়


✅ সামনে আসছে ফুল ডেভেলপমেন্ট টিউটোরিয়াল যেখানে আমরা Step by Step Laravel দিয়ে পুরো ব্লগ সাইট তৈরি করবো।

ভিডিওটি পুরোটা দেখুন এবং আমাদের সিরিজের সাথে থাকুন!

Professional Blog Website