✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে একটি ব্লগ ওয়েবসাইটের জন্য About Us এবং Disclaimer পেজ ডাইনামিকভাবে তৈরি ও ম্যানেজ করতে হয়। অ্যাডমিন প্যানেল থেকে কনটেন্ট আপডেট করার সুবিধা থাকায় আপনি সহজেই এসব তথ্য নিয়ন্ত্রণ করতে পারবেন।
📌 ভিডিওতে কভার করা হয়েছে:
🔹 About Us ও Disclaimer পেজ তৈরি ও কনফিগারেশন
🔹 ডাটাবেজ থেকে কনটেন্ট রিড ও ফর্মে প্রদর্শন
🔹 Admin panel থেকে কনটেন্ট এডিট ও আপডেট সিস্টেম
🔹 Blade টেমপ্লেটে ডেটা bind করে ফ্রন্টএন্ডে দেখানো
🔹 তথ্যভিত্তিক পেজ কাস্টমাইজ করার সহজ পদ্ধতি
🎯 যারা Laravel দিয়ে একটি পূর্ণাঙ্গ ব্লগ বা ওয়েবসাইট তৈরি করছেন এবং ইনফরমেশনাল পেজ গুলো ডাইনামিক করতে চান, তাদের জন্য এই টিউটোরিয়ালটি অত্যন্ত উপকারী।
✅ ওয়েবসাইটের Static page গুলো Dynamic করতে পারবেন
✅ Admin panel থেকে সহজে কনটেন্ট কন্ট্রোল করার স্কিল শিখবেন
✅ Freelancing, ক্লায়েন্ট প্রজেক্ট বা নিজের প্রোফেশনাল ব্লগে ব্যবহারযোগ্য
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও বাস্তবভিত্তিক টিউটোরিয়ালের জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved