Post Filtering by Status & Category Post Count (Part Two) | Laravel Blog Project Bangla

Share this Via

বিস্তারিত বর্ণনা (Bangla):

এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা দেখাবো কীভাবে অ্যাডমিন প্যানেলে post status অনুযায়ী (Published/Draft) ফিল্টারিং সিস্টেম তৈরি করতে হয় এবং ব্লগ সাইটের frontend-এ প্রতিটি ক্যাটাগরির পোস্ট সংখ্যা (post count) প্রদর্শন করতে হয়।

📌 ভিডিওতে যা যা শিখবেন:

🔹 Published ও Draft পোস্ট আলাদা করে ফিল্টার করার উপায়

🔹 Controller ও Query দিয়ে ফিল্টারিং লজিক তৈরি

🔹 Blade টেমপ্লেট-এ ক্যাটাগরি অনুযায়ী পোস্ট গণনা দেখানো

🔹 ইউজারদের জন্য ফ্রন্টএন্ডে category stats উপস্থাপন

🔹 Admin panel থেকে সহজে পোস্ট ম্যানেজমেন্ট করা

🎯 যারা Laravel দিয়ে একটি পূর্ণাঙ্গ ব্লগ সাইট তৈরি করছেন বা করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ Admin panel থেকে পোস্ট স্ট্যাটাস অনুযায়ী ম্যানেজ করতে পারবেন

✅ ফ্রন্টএন্ডে category post count দেখিয়ে ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে পারবেন

✅ Freelancing ও ক্লায়েন্ট প্রজেক্টের জন্য দরকারি বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন

🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing বিষয়ক আরও কাজের টিউটোরিয়ালের জন্য।

Professional Blog Website