✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরভাবে শিখবো কীভাবে ব্লগ ওয়েবসাইটে অ্যাডমিন ইউজার ম্যানেজমেন্ট আরও উন্নতভাবে পরিচালনা করতে হয়। এবার আপনি শিখবেন advanced technique দিয়ে অ্যাডমিন একাউন্ট কাস্টমাইজ ও নিরাপদভাবে ম্যানেজ করার পদ্ধতি।
📌 এই পর্বে যা শিখবেন:
🔹 একাধিক অ্যাডমিন রোল তৈরি ও অ্যাসাইন করা
🔹 অ্যাডমিন একাউন্ট আপডেট ও ডিলিট অপশন
🔹 রোল ভিত্তিক access control ও permission সীমাবদ্ধতা
🔹 ইউজার লেভেল অনুযায়ী ফিচার কন্ট্রোল
🔹 Blade, Controller ও Middleware integration
🎯 যারা Laravel দিয়ে প্রোফেশনাল লেভেলের admin panel তৈরি করছেন, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এডভান্সড টিউটোরিয়াল।
✅ অ্যাডমিন ইউজার কাস্টমাইজ ও কন্ট্রোল করতে পারবেন
✅ Role-permission system আরও কার্যকরভাবে বুঝতে পারবেন
✅ ক্লায়েন্ট প্রজেক্ট বা প্রোডাকশন লেভেলের প্রজেক্টে স্কিল প্রয়োগ করতে পারবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও কার্যকরী ও প্রজেক্ট-ভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved