✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা দেখাবো কীভাবে একটি ব্লগ পোস্টের তথ্য ডাটাবেজে সফলভাবে আপডেট করতে হয়। আপনি শিখবেন কীভাবে আগের post তথ্য ডাটাবেজ থেকে রিটারিভ করে, প্রয়োজনীয় পরিবর্তন করে, Laravel এর মাধ্যমে সেটি আবার সংরক্ষণ করা যায়।
📌 ভিডিওতে কভার করা হয়েছে:
🔹 Existing blog post ডেটা fetch করার প্রক্রিয়া
🔹 ফর্মের মাধ্যমে ডেটা আপডেট করার UI
🔹 Validation এবং error handling
🔹 Controller method-এ update logic
🔹 Success message এবং redirection সেটআপ
🎯 এই টিউটোরিয়ালটি Laravel ও PHP ডেভেলপারদের জন্য যাঁরা ব্লগ কনটেন্ট ম্যানেজমেন্টে দক্ষতা বাড়াতে চান।
✅ ডাটাবেজে ডেটা আপডেটের পুরো প্রসেস হাতে-কলমে শিখবেন
✅ Admin panel থেকে ডায়নামিক কনটেন্ট update করতে পারবেন
✅ ফ্রিল্যান্সিং ও প্রজেক্ট ভিত্তিক কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, Blog Development ও Freelancing নিয়ে আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved