✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্ট ব্যানারের ক্লিক কাউন্ট ট্র্যাকিং সিস্টেম তৈরি করতে হয় এবং কীভাবে একটি ডায়নামিক সাইটম্যাপ জেনারেট করা যায়। এই ফিচারগুলো আপনার ওয়েবসাইটের ফাংশনালিটি ও SEO উভয়ই উন্নত করবে।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 Advertisement banner ক্লিক কাউন্ট ট্র্যাকিং বাস্তবায়ন
🔹 ক্লিক ডেটা সংগ্রহ ও আপডেট করার পদ্ধতি
🔹 Laravel এ ডায়নামিক সাইটম্যাপ তৈরি করা
🔹 SEO বান্ধব সাইটম্যাপ ফরম্যাট ও কনফিগারেশন
🔹 Controller ও Route সেটআপ ও Blade টেমপ্লেট ইন্টিগ্রেশন
🎯 যারা Laravel দিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করছেন এবং তাদের সাইটের SEO ও ইউজার এনগেজমেন্ট বাড়াতে চান, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল।
✅ অ্যাডভার্টাইজমেন্ট ক্লিক ট্র্যাক করতে পারবেন
✅ ডায়নামিক সাইটম্যাপ জেনারেট করে SEO উন্নত করবেন
✅ Freelancing ও ক্লায়েন্ট প্রজেক্টের জন্য প্রয়োজনীয় স্কিল শিখবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing সম্পর্কিত আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved