✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে একটি ব্লগ প্রজেক্টের অ্যাডমিন কন্ট্রোল প্যানেলে settings ডেটা ফেচ করে ফর্মে দেখানো যায়। এটি কনফিগারেশন ম্যানেজমেন্টকে আরও সহজ করে তোলে।
📌 ভিডিওতে কভার করা হয়েছে:
🔹 Settings ডাটাবেস থেকে ডেটা রিট্রিভ করা
🔹 Settings ডেটা ফর্ম ফিল্ডে পপুলেট করা
🔹 Controller ও route সেটআপ
🔹 Blade টেমপ্লেটে ডেটা ডাইনামিক প্রদর্শন
🔹 Settings ম্যানেজমেন্টের বেস্ট প্র্যাকটিস
🎯 যারা Laravel দিয়ে ব্লগ বা ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল তৈরি করছেন তাদের জন্য খুবই উপকারী টিউটোরিয়াল।
✅ সহজে কনফিগারেশন ডেটা ম্যানেজমেন্ট শিখবেন
✅ Admin panel থেকে settings ডেটা আপডেট ও পরিচালনা করতে পারবেন
✅ প্রকল্প বা ফ্রিল্যান্সিং কাজের জন্য দরকারি অভিজ্ঞতা পাবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel ও PHP সম্পর্কিত আরও টিউটোরিয়ালের জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved