✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের contact form সাবমিশনগুলোর জন্য email notification সেটআপ করতে হয়। আমরা Mailtrap ব্যবহার করে অ্যাডমিনকে সরাসরি ইমেইল এলার্ট পাঠানোর প্রক্রিয়া দেখাবো।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 Laravel এ email configuration সেটআপ করা
🔹 Mailtrap ইমেইল সার্ভার ব্যবহার ও ইনটিগ্রেশন
🔹 Contact form থেকে ডেটা গ্রহণ ও নোটিফিকেশন পাঠানো
🔹 Controller ও Mail class তৈরি ও ব্যবহার
🔹 অ্যাডমিনের জন্য স্বয়ংক্রিয় ইমেইল এলার্ট ব্যবস্থা
🎯 যারা Laravel দিয়ে ব্লগ বা ওয়েবসাইট তৈরি করছেন এবং ইউজার যোগাযোগের নোটিফিকেশন চালাতে চান, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল।
✅ Contact form এর email notification কার্যকরভাবে চালাতে পারবেন
✅ Mailtrap দিয়ে ডেভেলপমেন্ট ও টেস্টিং সহজ করবেন
✅ Freelancing বা ক্লায়েন্ট প্রজেক্টের জন্য দরকারি স্কিল শিখবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing সম্পর্কিত আরও বাস্তবভিত্তিক টিউটোরিয়ালের জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved