✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমি আপনাকে ধাপে ধাপে দেখাবো কিভাবে একটি Laravel ব্লগ ওয়েবসাইট Git রেপোজিটরি ব্যবহার করে cPanel-এ ডিপ্লয় করতে হয়। প্রোডাকশন এনভায়রনমেন্টে Laravel প্রজেক্ট সেটআপ ও হোস্টিং সার্ভারে দক্ষতার সাথে আপলোড করার সম্পূর্ণ প্রক্রিয়া শিখবেন।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 Laravel প্রজেক্ট GitHub বা অন্য কোনো Git রেপোজিটরি থেকে ক্লোন করা
🔹 cPanel-এ Laravel এর জন্য পরিবেশ ও ডিরেক্টরি সেটআপ
🔹 ডিপেনডেন্সি ইনস্টলেশন (composer install) এবং কনফিগারেশন
🔹 .env ফাইল কনফিগারেশন ও অ্যাপ্লিকেশন কী সেটিং
🔹 ডাটাবেস সেটআপ ও মাইগ্রেশন চালানো
🔹 ব্রাউজারে প্রজেক্ট রানিং নিশ্চিতকরণ
🎯 যারা Laravel প্রজেক্ট প্রোডাকশনে নিয়ে যেতে চান বা ওয়েব হোস্টিং সার্ভারে ব্লগ ডিপ্লয় করতে চান, তাদের জন্য এটি একটি সম্পূর্ণ গাইড।
✅ Laravel প্রজেক্ট সঠিকভাবে ডিপ্লয় করতে পারবেন
✅ Git ও cPanel একসাথে ব্যবহার শিখবেন
✅ ডেভেলপমেন্ট থেকে প্রোডাকশনে লারাভেল ওয়েবসাইট প্রকাশে দক্ষ হবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved