✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে roles টেবিল থেকে অ্যাডমিন ইউজারের রোল ডেটা ডাইনামিকভাবে ফেচ করা যায় এবং কিভাবে তা ফর্মে বা অ্যাডমিন প্যানেলে প্রদর্শন করা যায়। ডাটাবেস থেকে রোল ডেটা রিট্রিভ ও ডিসপ্লে করার পুরো প্রসেস এই ভিডিওতে দেখানো হয়েছে।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 Roles টেবিল থেকে ডাইনামিক ডেটা ফেচ করার পদ্ধতি
🔹 রোল ডেটা ফর্মে সিলেক্ট অপশনে দেখানো
🔹 Controller ও Blade ফাইলে রোল ডেটা ইন্টিগ্রেশন
🔹 Spatie প্যাকেজ ব্যবহারকারীদের জন্য ফর্ম ডাইনামিক বানানোর কৌশল
🔹 ইউজার অ্যাসাইনমেন্ট ও রোল ব্যবস্থাপনার প্রস্তুতি
🎯 যারা Laravel দিয়ে অ্যাডমিন ইউজার ম্যানেজমেন্ট করছেন বা স্পেশাল রোল সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন, তাদের জন্য এটি একটি দরকারি ভিডিও।
✅ ডাটাবেস থেকে ডাইনামিক রোল ডেটা ফেচ করতে পারবেন
✅ রোল ভিত্তিক ইউজার ম্যানেজমেন্ট সহজ হবে
✅ ক্লায়েন্ট বা প্রোডাকশন প্রজেক্টে প্রয়োগযোগ্য স্কিল অর্জন করবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও কাজের ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved