✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে একটি নিরাপদ অ্যাডমিন ইউজার ডিলিট সিস্টেম তৈরি করতে হয়, যেখানে ডিপেনডেন্সি চেক সহ অ্যাডমিন একাউন্টগুলো ম্যানেজ করা যায়। এটি আপনাকে ডেটা লস ছাড়াই প্রপারলি ইউজার রিমুভ করার উপায় দেখাবে।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 অ্যাডমিন ইউজার ডিলিট করার স্টেপ-বাই-স্টেপ প্রসেস
🔹 ডিপেন্ডেন্ট ডেটা (যেমন: পোস্ট, ক্যাটাগরি) চেক করে ডিলিট করা
🔹 Soft delete অথবা ফেইল সেফ মেথড ব্যবহার
🔹 Controller ও route সেটআপ
🔹 ডেটা ইন্টিগ্রিটি নিশ্চিত করে ইউজার ম্যানেজমেন্ট
🎯 যারা প্রোডাকশন লেভেলের Laravel ব্লগ তৈরি করছেন, তাদের জন্য এটি একটি অত্যন্ত দরকারী টিউটোরিয়াল।
✅ অ্যাডমিন ইউজার সিস্টেম নিরাপদভাবে পরিচালনা করতে পারবেন
✅ ডিপেনডেন্সি চেক করে তথ্য রক্ষা করতে পারবেন
✅ ক্লায়েন্ট প্রজেক্ট বা Freelancing কাজে ব্যবহারযোগ্য দক্ষতা শিখবেন
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও প্র্যাকটিক্যাল ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved