Setting Active Menu Highlight in Admin Panel | Laravel Blog Website Bangla Course

Share this Via

বিস্তারিত বর্ণনা (Bangla):

এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কীভাবে আপনার ব্লগ ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে active menu highlighting ইমপ্লিমেন্ট করতে হয়। ডাইনামিকভাবে মেনু আইটেমের কালার পরিবর্তন করে ব্যবহারকারীর জন্য আরও সহজ ও সুন্দর নেভিগেশন নিশ্চিত করবেন।

📌 ভিডিওতে যা শিখবেন:

🔹 বর্তমান পেজ অনুযায়ী মেনু আইটেম হাইলাইট করা

🔹 Blade টেমপ্লেট ও Laravel route এর সাথে ইন্টিগ্রেশন

🔹 CSS দিয়ে মেনুর কালার কাস্টমাইজেশন

🔹 ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করার টিপস

🔹 অ্যাডমিন প্যানেলের নেভিগেশন আরও প্রফেশনাল করা

🎯 যারা Laravel দিয়ে অ্যাডমিন প্যানেল তৈরি করছেন এবং UI/UX উন্নত করতে চান, তাদের জন্য এটি একটি দরকারী ভিডিও।

✅ অ্যাডমিন মেনুতে active state কিভাবে সেট করবেন শিখবেন

✅ Blade ও CSS দিয়ে ডাইনামিক স্টাইল প্রয়োগ করতে পারবেন

✅ প্রফেশনাল ও ইউজার-ফ্রেন্ডলি অ্যাডমিন প্যানেল তৈরি করবেন

🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও প্রজেক্ট-বেইজড ভিডিওর জন্য।

Professional Blog Website