Create Blog Posts from Laravel Admin Panel – Bangla Tutorial
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে একটি Laravel ব্লগ ওয়েবসাইটের admin panel থেকে নতুন blog post তৈরি করতে হয়।
ভিডিওতে কভার করা হয়েছে:
🔹 Blog post create form design with validation
🔹 Title, category, description, tags এবং image upload
🔹 Post status (published/draft) সেটআপ
🔹 Controller method ও database insert process
🔹 Laravel route, blade, এবং model integration
এই টিউটোরিয়াল Laravel ও PHP নিয়ে যারা কাজ করছেন বা করতে শুরু করেছেন তাদের জন্য দারুন উপযোগী। এটি:
✅ Blog প্রজেক্ট তৈরি করা নতুনদের জন্য একদম perfect
✅ Freelancing বা ক্লায়েন্টের কাজের জন্য admin dashboard build করতে চাইলে দরকারি
✅ Real project experience নিতে চাওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ
📌 এই ভিডিওটি follow করলে আপনি নিজের ব্লগ অ্যাডমিন প্যানেল থেকে সহজেই post create এবং manage করতে পারবেন।
🎯 প্রতিটি ধাপ দেখানো হয়েছে Live Project Academy এর রিয়েল Laravel প্রজেক্ট ভিত্তিক সিরিজের অংশ হিসেবে।
🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি Laravel & Freelancing বিষয়ক আরও ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved