✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি E-commerce ওয়েবসাইটের প্রোডাক্ট ডিটেইলস পেজে কাস্টমার রিভিউ ও রেটিং ডিসপ্লে করতে হয়। আপনি শিখবেন কিভাবে Laravel এর মাধ্যমে ডাটাবেস থেকে ইউজার রিভিউ ফেচ করে সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, যাতে প্রোডাক্ট পেজ আরও আকর্ষণীয় ও ইনফরমেটিভ হয়।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 প্রোডাক্ট ডিটেইলস পেজে রিভিউ ও রেটিং দেখানো
🔹 ইউজার ➜ প্রোডাক্ট ➜ রিভিউ রিলেশন ফেচ
🔹 Laravel Blade টেমপ্লেটে স্টার রেটিং ডিজাইন
🔹 ইউজার ফিডব্যাক ডায়নামিকভাবে প্রদর্শন
🔹 ইউজার এক্সপেরিয়েন্স ও কনফিডেন্স বৃদ্ধির কৌশল
🎯 যারা একটি প্রফেশনাল Laravel E-commerce ওয়েবসাইট তৈরি করছেন, তাদের জন্য প্রোডাক্ট পেজে রিভিউ দেখানো একটি গুরুত্বপূর্ণ ফিচার।
✅ রিভিউ দেখিয়ে প্রোডাক্টে ট্রাস্ট তৈরি করা যাবে
✅ ইউজারদের সিদ্ধান্ত নেওয়া সহজ হবে
✅ কনভার্সন রেট ও ইউজার এনগেজমেন্ট বাড়বে
🔔 Subscribe করুন Live Project Academy – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও বাস্তবভিত্তিক প্রজেক্ট ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved