✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে custom admins টেবিল এবং separate admin guard ব্যবহার করে একটি সিকিউর অ্যাডমিন প্যানেল লগইন সিস্টেম তৈরি করতে হয়। Laravel authentication system কাস্টমাইজ করে আমরা user এবং admin login সম্পূর্ণ আলাদাভাবে পরিচালনা করবো।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 Custom admins
টেবিল তৈরি ও মাইগ্রেশন
🔹 Admin model, controller এবং route সেটআপ
🔹 auth.php
ফাইলে custom guard কনফিগারেশন
🔹 Admin login form এবং authentication প্রক্রিয়া
🔹 Admin ও User authentication আলাদা রাখা
🎯 যারা একটি নিরাপদ ও প্রফেশনাল Laravel admin dashboard তৈরি করতে চান, তাদের জন্য এই টিউটোরিয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
✅ Admin ও User panel আলাদা করে সিকিউরিটি নিশ্চিত করবেন
✅ Custom authentication system শিখবেন
✅ Freelance বা প্রোডাকশন লেভেল প্রজেক্টে ব্যবহারযোগ্য দক্ষতা অর্জন করবেন
🔔 Subscribe করুন Live Project Academy – Laravel ও Freelancing ভিত্তিক আরও রিয়েল-প্রজেক্ট ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved