✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আমাদের Laravel E-commerce ওয়েবসাইটের contacts টেবিল থেকে contact message গুলো ডিসপ্লে করতে হয় এবং কীভাবে সেগুলো ডিলিট (destroy) ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করা যায়। আপনি শিখবেন contact form থেকে আসা মেসেজ ম্যানেজ করা, পৃথক মেসেজ দেখা এবং নিরাপদভাবে অপ্রয়োজনীয় ডেটা রিমুভ করার পদ্ধতি।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 Contact message গুলো লিস্ট আকারে দেখানো
🔹 একটি একটি মেসেজ বিস্তারিত দেখানো
🔹 ডিলিট অপশন যোগ করে মেসেজ মুছে ফেলা
🔹 Controller, Route ও Blade টেমপ্লেট ব্যবহার
🔹 সিকিউরিটি ও ভ্যালিডেশন কনসিডারেশন
🎯 যারা Laravel দিয়ে E-commerce বা যেকোনো প্রজেক্টে Contact Form মেসেজ ম্যানেজমেন্ট করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত দরকারি।
✅ Contact message view ও delete ফিচার শিখবেন
✅ অ্যাডমিন প্যানেলে মেসেজ ম্যানেজমেন্ট সহজ হবে
✅ প্রোডাকশন-রেডি Laravel প্রজেক্টে প্রয়োগযোগ্য
🔔 Subscribe করুন Live Project Academy – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved