✅ বিস্তারিত বর্ণনা (Bangla):
এই Laravel Bangla টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে একটি E-commerce ওয়েবসাইটের User Panel-এ রেটিং ও রিভিউ দেখানো যায় Laravel Blade টেমপ্লেট ব্যবহার করে। আপনি শিখবেন কীভাবে ডাটাবেস থেকে রিভিউ ও রেটিং ডেটা ফেচ করে তা ডায়নামিকভাবে প্রেজেন্ট করা যায়, যাতে ইউজারদের শপিং এক্সপেরিয়েন্স আরও উন্নত হয়।
📌 ভিডিওতে যা শিখবেন:
🔹 ইউজার রিভিউ ও রেটিং Blade টেমপ্লেটে দেখানো
🔹 ইউজার ➜ প্রোডাক্ট ➜ রিভিউ রিলেশন ফেচ করা
🔹 স্টার রেটিং বা টেক্সট ফিডব্যাক প্রদর্শন
🔹 ফ্রন্টএন্ড ডিজাইন ও লুপিং কৌশল
🔹 সুন্দর ও ইউজার ফ্রেন্ডলি প্রেজেন্টেশন
🎯 যারা Laravel দিয়ে একটি সম্পূর্ণ ফিচারযুক্ত E-commerce ওয়েবসাইট তৈরি করছেন, তাদের জন্য এই টিউটোরিয়াল অত্যন্ত উপযোগী।
✅ রেটিং ও রিভিউ ইউজার প্যানেলে দেখাতে পারবেন
✅ ইউজারের ট্রাস্ট ও কনফিডেন্স বৃদ্ধি করবেন
✅ প্রোডাক্ট ডিসপ্লেতে রিচ কনটেন্ট যোগ করতে পারবেন
🔔 Subscribe করুন Live Project Academy – Laravel, PHP ও Freelancing ভিত্তিক আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।
Copyright © 2025 Live Project Academy All Rights Reserved