Website Identity, Typography & Layout Setup | WordPress Bangla Tutorial

Share this Via

বিস্তারিত বর্ণনা (Bangla):

এই WordPress Bangla টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনার ওয়েবসাইটের পরিচয় সেটআপ করবেন — যেমন সাইট টাইটেল, ট্যাগলাইন, লোগো ও ফেভিকন। এছাড়াও টাইপোগ্রাফি (ফন্ট, সাইজ, স্টাইল) এবং লেআউট কাস্টমাইজেশন নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে, যাতে আপনি একটি পরিচ্ছন্ন ও প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারেন।

📌 ভিডিওতে কভার করা হয়েছে:

🔹 সাইটের নাম, ট্যাগলাইন, লোগো ও ফেভিকন সেট করা

🔹 ফন্ট, সাইজ ও স্টাইলসহ টাইপোগ্রাফি কাস্টমাইজেশন

🔹 লেআউট সেটিংস ও গ্লোবাল ডিজাইন অপশন

🔹 নতুনদের জন্য থিম কাস্টমাইজেশনের সহজ টিপস

🎯 যারা WordPress দিয়ে একটি ব্র্যান্ডেড ও প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে চান, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

✅ নিজের সাইটকে ইউনিক ও ব্র্যান্ডেড করে তুলতে পারবেন

✅ প্রফেশনাল ডিজাইন ও ইউজার এক্সপেরিয়েন্স তৈরি করতে পারবেন

✅ Freelancing বা ক্লায়েন্ট কাজেও এই স্কিলগুলো অনেক কাজে আসবে

🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – WordPress, Laravel, PHP ও Freelancing সম্পর্কিত আরও বাস্তবভিত্তিক ভিডিওর জন্য।

🌐 ওয়েবসাইট: https://liveprojectacademy.com

📘 ফেসবুক: facebook.com/liveprojectacademy1

🔗 লিংকডইন: linkedin.com/in/mdrony100

👨‍💻 ব্যক্তিগত সাইট: https://mdrony.me

🏢 কোম্পানি সাইট: https://dhakasoftwares.com