Home Page Section Design with Gutenberg | WordPress Bangla Tutorial

Share this Via

বিস্তারিত বর্ণনা (Bangla):

এই WordPress Bangla টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো কীভাবে Gutenberg editor ব্যবহার করে হোম পেজের বিভিন্ন সেকশন ডিজাইন করবেন। আপনি শিখবেন কীভাবে ব্লক ব্যবহার করে একটি প্রফেশনাল লেআউট তৈরি করবেন এবং প্রতিটি সেকশন কাস্টমাইজ করে একটি সুন্দর ও রেসপন্সিভ ফ্রন্ট পেজ তৈরি করবেন।

📌 ভিডিওতে কভার করা হয়েছে:

🔹 Gutenberg editor-এর বেসিক ধারণা

🔹 হোমপেজ সেকশন তৈরি ও কাস্টমাইজ করা

🔹 ক্লিন ও রেসপন্সিভ ডিজাইন তৈরির টিপস

🔹 নতুনদের জন্য WordPress পেজ এডিটিং গাইড

🎯 যারা WordPress দিয়ে নিজস্ব বা ক্লায়েন্টদের জন্য হোমপেজ তৈরি করতে চান, এই টিউটোরিয়ালটি তাদের জন্য খুবই উপযোগী।

✅ Gutenberg ব্লক ব্যবহার করে পেজ বিল্ডিং শিখবেন

✅ প্রফেশনাল ও রেসপন্সিভ লেআউট ডিজাইন করতে পারবেন

✅ Freelancing বা নিজের প্রোজেক্টে কাজে লাগবে এই স্কিল

🔔 Subscribe করুন Live Project Academy চ্যানেলটি – WordPress, PHP, Laravel ও Freelancing টিউটোরিয়ালের জন্য।

🌐 ওয়েবসাইট: https://liveprojectacademy.com

📘 ফেসবুক: facebook.com/liveprojectacademy1

🔗 লিংকডইন: linkedin.com/in/mdrony100

👨‍💻 ব্যক্তিগত সাইট: https://mdrony.me

🏢 কোম্পানি সাইট: https://dhakasoftwares.com